ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংরক্ষিত মৃতপ্রাণী ফিরিয়ে দিচ্ছেন ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

সংরক্ষিত মৃতপ্রাণী ফিরিয়ে দিচ্ছেন ইন্দোনেশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক॥ ইন্দোনেশিয়া সরকারের এক মন্ত্রী তার বাড়িতে কয়েকটি মৃত বন্যপ্রাণী সংরক্ষণ করায় প্রচুর সমালোচনার মুখে পড়েন। এমন পরিস্থিতিতে সেগুলো সরকারের কাছে হস্তান্তর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কেহো কোমোলো। ইন্দোনেশিয়ার আইনে বিপন্ন প্রাণীকে জীবিত বা মৃত অবস্থায় সংরক্ষণ করা নিষিদ্ধ। গত সপ্তাহে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গেলে তিনি এসব মৃত প্রাণীর কথা গর্বের সঙ্গে তুলে ধরেন। এসব প্রাণীর মধ্যে রয়েছে পাঁচটি সুমাত্রা টাইগার, দুটি হানি বিয়ার। এরপরই সামাজিক যোগাযোগের সাইটগুলোতে এ নিয়ে প্রতিবাদের ঝড় উঠে। মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, তিনি এসব প্রাণী মৃত অবস্থায় সংরক্ষণ করে আইন লঙ্ঘন করেছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। এরপরই তিনি এসব মৃত প্রাণী সরকারি সংগ্রহশালার কাছে তুলে দেন। কর্তৃপক্ষ বলছে, এসব মৃত প্রাণীকে এখন জাদুঘরে প্রদর্শন করা হবে অথবা গবেষণা কাজে ব্যবহার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না কারণ তিনি এসব মৃত প্রাণী ফিরিয়ে দিয়েছেন।
×