ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিভ রিচার্ডস পাকিস্তানের কোচ হতে আগ্রহী

প্রকাশিত: ১৯:২৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

 ভিভ রিচার্ডস পাকিস্তানের কোচ হতে আগ্রহী

অনলাইন ডেস্ক॥ বিদেশিরা পাকিস্তানের ক্রিকেটের সাথে একটু দুরত্ব রেখেই চলতে ভালোবাসে। পাকিস্তানের জন্য বিদেশি কোচ পাওয়াও বেশ কঠিন। কিন্তু আক্রমণাত্মক ক্রিকেটের শেষ কথা স্যার ভিভ রিচার্ডস বেশ আগ্রহী। সুযোগ পেলে পাকিস্তান দলের কোচ হতে চান ওয়েস্ট ইন্ডিজের এই সাবেক গ্রেট ব্যাটসম্যান। যদিও তিনি মনে করেন, বর্তমান কোচ ওয়াকার ইউনিসের অধিনে ভালো করছে পাকিস্তান দল। দুবাই ও শারজায় চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ক্রিকেটের প্রথম আসর। সেখানে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সের মেন্টরের দায়িত্ব পালন করছেন এক সময়ের বিস্ফোরক ব্যাটসম্যান রিচার্ডস। সেখান থেকেই সংবাদ মাধ্যমে পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন তিনি। "ওয়াকার ইউনিস পাকিস্তান দলের সাথে ভালো কাজ করছে। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের কোচিং করানোর সুযোগ যদি আসে আমি অবশ্যই এ নিয়ে ভাববো।" ৬৩ বছরের রিচার্ডস বলেছেন, "আমার বিশ্বাস খেলাটাকে এখনো অনেক কিছু দেবার আছে। পাকিস্তান বিশ্ব ক্রিকেট সমাজের গুরুত্বপূর্ণ সদস্য। পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ক্রিকেট না হওয়াটা দুঃখজনক। পরিস্থিতির দ্রুত উন্নতির আশা করি আমি।"
×