ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

এবার রাশিয়ায় জিকা ভাইরাস

প্রকাশিত: ১৯:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

এবার রাশিয়ায় জিকা ভাইরাস

অনলাইন ডেস্ক॥ রাশিয়ায় প্রথম জিকা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। স্থানীয় সময় সোমবার স্বাস্থ্যমন্ত্রী ভেরোনিকা স্কভোর্তসভা এই তথ্য জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, জিকা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। ৩৬ বছর বয়সী ঐ নারী সম্প্রতি ডোমিনিকান রিপাবলিক ভ্রমণ করেছিলেন। চলতি মাসে তিনি রাশিয়া ফিরে আসেন। ভেরোনিকা বলেছেন, আমরা জিকা ভাইরাস সম্পর্কে এখন খুবই সতর্ক অবস্থানে আছি। আমাদের বিশেষজ্ঞরা এটি প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত ৩০ টির মতো দেশে জিকা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের কারণে ল্যাটিন আমেরিকাকে হাজার হাজার শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সারা বিশ্বে জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
×