ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নিষিদ্ধ প্লাতিনি এবার অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করবেন

প্রকাশিত: ১৯:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নিষিদ্ধ প্লাতিনি এবার অবিচারের বিরুদ্ধে যুদ্ধ করবেন

অনলাইন ডেস্ক॥ ঘুষ কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে ফুটবল থেকে আট বছরের নিষেধাজ্ঞা পান মিশেল প্লাতিনি। ফুটবল সংশ্লিষ্ঠ সকল কার্যক্রম থেকে বহিষ্কারের পর প্রথমবারের মতো শুনানিতে যান সাবেক উয়েফা প্রেসিডেন্ট। আর শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্লাতিনি জানান, নিজের ভবিষ্যতের জন্য তিনি যুদ্ধ করছেন না, যুদ্ধটি অবিচারের বিরুদ্ধে। গত ডিসেম্বরে ফিফার নৈতিক কমিটির দ্বারা প্লাতিনির সঙ্গে সমান আট বছর নিষিদ্ধ হন সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার। তাদের দুই জনকেই দুই মিলিয়ন মার্কিন ডলার ঘুষ আদান-প্রদানের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ করা হয়। প্লাতিনি জানান, আমি কিছুই করিনি। আর আমি কোন কিছুতে ভয়ও করিনা। যদি আমার বিরুদ্ধে অবৈধ কিছু পাওয়া যেত, তবে এতদিনে আমি লজ্জায় সাইবেরিয়া পালিয়ে যেতাম।
×