ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নড়াইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

প্রকাশিত: ২০:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

নড়াইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১৫

নিজস্বসংবাদদাতা,নড়াইল ॥ এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নড়াইল সদর উপজেলার সরসপুর বাজারে সরসপুর ও চলবিলা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানান, সরসপুর গ্রামের রিয়াজ মোল্যা চরবিলা গ্রামের শরিফুলদের বিভিন্ন মামলা করার কারনে তাদেও মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সকালে শফিয়ারের নেতৃত্বে ঢাল, সড়কি, রামদাসহ দেশীয়অস্ত্র নিয়ে সরসপুর বাজারে সরসপুর গ্রামবাসীন উপর হামলা করলে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘষে আবিদুর, তবিবর, রেজাউল, শফিউর, শফিয়ার, রিয়াজ, কাছেদ,পরিমলসহ গুরুতর আহত ১৫ জনকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত দু জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
×