ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যয় বাড়ল

প্রকাশিত: ২১:০৯, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

 ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যয় বাড়ল

অনলাইন রিপোর্টার॥ ঢাকা-চট্রগ্রাম চার লেন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বাড়ল ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা। সেই সঙ্গে আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৯৬১ কোটি ৪২ লাখ টাকা। আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
×