ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মানুষের প্রেমে চড়ুই পাখি

প্রকাশিত: ২১:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মানুষের প্রেমে চড়ুই পাখি

অনলাইন ডেস্ক॥ চড়াই বা চড়ুই যেকোন লোকালয়ের আশেপাশে একটি সুপরিচিত পাখি। এরা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস স্প্যারো অর্থাৎ ‘গৃহস্থালির চড়াই’। খড়কুটো, শুকনো ঘাস পাতা দিয়ে এরা কড়িকাঠে, কার্নিশে বাসা বাঁধে। তবে এরা পাখিরা কখনো স্বেচ্ছায় নিজের সঙ্গীসাথীদের ছেড়ে মানুষের কাছে যায় না। কিন্তু ব্যতিক্রম একটা চড়ুই পাখি। সে জাপানের এক বৃদ্ধ নর-নারীর এমনই প্রেমে পড়েছে যে ওদের ছেড়ে আর কোথাও যেতে চায় না। সারাক্ষণ ওদের সঙ্গে থাকে। সারাদিন একটিবারের জন্যও ওদের কাছছাড়া করে না নিজেকে। এখন সে ওই ছোট পরিবারটির একজন সদস্য হয়েই বসবাস করছে। জাপানের সাইতামা প্রিফেকচারের অন্তর্গত ফুকায়া অঞ্চলের বাসিন্দা বৃদ্ধা ইয়োশিকো ফুজিনো গত বছরের নভেম্বর মাসের মাঝামাঝিতে একদিন স্থানীয় স্কুলের বাচ্চাদের ট্রাফিক গাইড হিসেবে কাজ করছিলেন। হঠাৎই কোত্থেকে একটা ছোট্ট চড়ুই পাখি তার কাঁধে এসে বসল। বসল তো বসল, কাঁধ থেকে নামার নামটি আর নেই। বৃদ্ধা ফুজিনোর কাঁধে চড়ে তার বাড়ি পর্যন্ত চলে এলো চড়ুইটা। এরপর আর সে ওদের ছেড়ে যায়নি। বাচ্চাদের যেমন নাম রাখা হয়, আদর করে তারাও ওর নাম রাখলেন পি চান।
×