ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পটিয়ায় যাত্রীবাহী বাস খালে ॥ আহত-২০

প্রকাশিত: ২৩:১১, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

পটিয়ায় যাত্রীবাহী বাস খালে ॥ আহত-২০

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ পটিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের শহীদ সার্জেন্ট মহি আলম খালে পড়ে গেছে। চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সৈয়দুল হক (৪৭), দিল নওয়াজ (১০), নুরুল আমিন (৫২), মোজাফফর ইসলাম (৩৫), মো. মুসা (৩৮), আবু সৈয়দ (২৪), খালেদা বেগম (২৫), গুরা মিয়া (৫০), আবুল কালাম (৫৫), রূপক বুড়য়া (৫৫), সুমি দাশ (২২), চেমনা খাতুন (৫০), সুজন (২৪), আলমগীর (৩৪), আবু নাঈম (৩০), কমল শীল (৩০), পুলিন দাশ (৪৫), মোস্তাফিজুর রহমান (৪৫), লায়লা বেগম (৬০), সজল কান্তি পাল (৫০)। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া ছেড়ে আসা চট্টগ্রামমূখী যাত্রীবাহী বাস (চট্টমেট্রো জ-১৫৬৮) উপজেলার ইউনিয়ন কৃষি উচ্চ বিদ্যালয় এলাকায় পৌঁছালে অপর একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী মহি আলম খালে পড়ে যায়। জোয়ার-ভাটার এ খালে পানি কম থাকায় যাত্রীরা প্রাণে রক্ষা পান। স্থানীয় লোকজন আহতদের প্রথমে উদ্ধার করে চিকিৎসার জন্য পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট লাশের সন্ধানে খালে নেমে পানিতে ব্যাপক তল্লাশি চালান। তবে নিহতের কোন খবর পাওয়া যায়নি।
×