ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তিস্তা নদী থেকে জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ২৩:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

তিস্তা নদী থেকে জেলেকে ধরে নিয়ে গেছে বিএসএফ

স্টাফ রির্পোটার, নীলফামারী ॥ তিস্তা নদীতে মাছ ধরার সময় নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ির সীমান্ত থেকে মোশারফ হোসেন (৩৫) নামের এক জেলে জোড়পূর্বক ধরে নিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাকে ভারতের তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্পে আটক করে রাখা হয়েছে। তাকে উদ্ধার বা ফেরত দাবি করে মঙ্গলবার সকালে চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের পক্ষে পতাকা বৈঠকের জন্য ভারতের তিস্তা বস্তি বিএসএফ ক্যাম্পকে চিঠি প্রদান করা হয়েছে। কিন্তু দুপুর সোয়া ১২ টা পর্যন্ত ভারতের তিস্তাবস্তি বিএসএফ ক্যাম্প কর্তৃপক্ষ কোন সাড়া দেয়নি। ফলে ৭৯৮ নম্বর সীমান্ত পিলারে বিএসএফের জবাব পেতে চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের জোয়ান সহ এলাকাবাসীরা অপেক্ষা করছিল। চরখড়িবাড়ী বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মহসিন আলী চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার সন্ধ্যায় তিস্তা নদীর সীমান্তে মাছ ধরার সময় টেপাখড়িবাড়ী ইউনিয়নের চরখড়িবাড়ী গ্রামের মৃত আব্দুস ছামাদের পুত্র মোশারফ হোসেনকে (৩৫) কে ভারতের তিস্তা বস্তি ক্যাম্পের সদস্যরার ধরে নিয়ে যায়।টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন আমরা বিজিবি সহ মোশারফকে ফেরত নিতে সীমান্তে অপেক্ষা করলেও বিএসএফের পক্ষে কোন সারা শব্দ পাওয়া যাচ্ছেনা।
×