ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যয় ফের বাড়ল

প্রকাশিত: ০০:০১, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্পের ব্যয় ফের বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা-চট্রগ্রাম চার লেন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি (একনেক)। এর মাধ্যমে প্রকল্পটির ব্যয় বাড়ল ৬২৬ কোটি ৬৪ লাখ টাকা। সেই সঙ্গে আরও ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪ হাজার ৯৬১ কোটি ৪২ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৪ হাজার ৯৪৫ কোটি ৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৬ কোটি ৩৩ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, প্রকল্পটি শুরু থেকে বার বার নানা সমস্যা দেখা দিয়েছে। এখন এ বছরের মধ্যেই এটির কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে, যা ওই সড়কের দুঘর্টনা হ্রাসসহ জনসাধারণের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে। তাই প্রকল্পটির সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি জানান, আগামীতে ঢাকা-চট্টগ্রাম চার-লেনের উপরে চার লেনের এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে। পরিকল্পনা সচিব তারিকুল ইসলাম, তথ্য ও ব্যবস্থাপনা বিভাগের সচিব কানিজ ফাতেমা, সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য ড. শামসুল আলম এ সময় উপস্থিত ছিলেন।
×