ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারিগরির ১১৫০ শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর

প্রকাশিত: ০০:০৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

কারিগরির ১১৫০ শিক্ষক-কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট এক হাজার ১৫০ জনকে প্রশিক্ষণ দেবে সিঙ্গাপুর। এ জন্য সিঙ্গাপুরে মঙ্গলবার এক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়। সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ সরকারের পক্ষে অতিরিক্ত সচিব ও কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অশোক কুমার বিশ্বাস এবং সিঙ্গাপুর সরকারের পক্ষে নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী কর্মকর্তা ফুং তেজ ফুন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উপস্থিত ছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, চুক্তি অনুযায়ী আগামী তিন বছরে এক থেকে ছয় সপ্তাহ মেয়াদী মোট ৬০টি প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক ও কারিগরি শিক্ষা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি কর্মকর্তা মিলে মোট এক হাজার ১৫০ জন সিঙ্গাপুরে নানিয়ান পলিটেকনিক ইন্টারন্যাশনালে এ প্রশিক্ষণ নেবেন। কারিগরি শিক্ষা অধিদফতরের স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের (স্টেপ) মাধ্যমে নানিয়ান পলিটেকনিক বাংলাদেশে ১০টি পলিটেকনিক ইনস্টিটিউটে অত্যাধুনিক ল্যাবরেটরি স্থাপন করবে বলেও চুক্তিতে উল্লেখ করা হয়।
×