ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব-দ্বীপের মালিক গ্রেফতার

প্রকাশিত: ০০:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ব-দ্বীপের মালিক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় এমন বই অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশের অভিযোগে ব-দ্বীপ প্রকাশনীর স্বত্বাধিকারী শামসুজ্জোহা মানিকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শাহবাগ এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন— শামসুজ্জোহা মানিক (৭৩), প্রকাশনির কর্মকর্তা ফকির তসলিম উদ্দিন কাজল (৫৩) ও লেখক শামসুল আলম চঞ্চল (৫১)। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, তারা বই লিখে ওয়েব সাইটেও ছেড়ে দিয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় তাদের বিরুদ্ধে মামলা (মামলা নম্বর-২৩) করা হয়েছে। এর আগে ধর্ম অবমাননার দায়ে অমর একুশে গ্রন্থমেলার ব-দ্বীপ প্রকাশনীকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সোমবার বিকেলে মেলার পঞ্চদশ দিনে সোহরাওয়ার্দী উদ্যানের ব-দ্বীপ প্রকাশনীর (১৯১ নম্বর) স্টল বন্ধ করে দেয় পুলিশ।
×