ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউপিতে বিএনপির মনোনয়ন পেতে স্থানীয় এমপি প্রার্থীরও সুপারিশ লাগবে

প্রকাশিত: ০০:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

ইউপিতে বিএনপির মনোনয়ন পেতে স্থানীয় এমপি প্রার্থীরও সুপারিশ লাগবে

স্টাফ রিপোর্টার ॥ ইউনিয়ন পরিষদ(ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন পেতে দলের উপজেলার পর্যায়ের পাঁচ নেতার পাশাপাশি ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী স্থানীয় বিএনপি দলীয় এমপি প্রার্থীরও সুপারিশ লাগবে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান। বিবৃতিতে বলা হয়, ইতিপূর্বে বিএনপি সিদ্ধান্ত গ্রহণ করেছিল যে, ইউপি নির্বাচনে দলের পক্ষ থেকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৫ জনের যৌথ সুপারিশ লাগবে। এ ৫ জন প্রতিনিধিই নিজ নিজ এলাকার চেয়ারম্যান প্রার্থীর নাম অনুমোদনের জন্য বিএনপি চেয়ারপার্সনের কাছে সুপারিশ করবেন। আহ্বায়ক কমিটির ক্ষেত্রে উপজেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির ক্ষেত্রে আহ্বায়ক, সদস্য সচিব অথবা সদস্য সচিব না থাকলে ১ নং যুগ্ম আহ্বায়ক ও ২ নং যুগ্ম আহ্বায়ক যৌথভাবে দলীয় চেয়ারম্যান প্রার্থীর জন্য সুপারিশ করবেন। আর এ ৫ জন প্রতিনিধি ও ২০০৮ সালের এমপি প্রার্থীর যৌথ সুপারিশের ভিত্তিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যয়ন করবেন।
×