ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

প্রকাশিত: ০০:৩৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

কারাবন্দী বিএনপি নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর লালবাগের কারাবন্দী বিএনপি নেতা আনোয়ার হোসেন মাহবুব (৪৫) ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে হাজতী আনোয়ারকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগ শারীরিক নির্যাতনের কারণেই মাহবুবের মৃত্যু হয়েছে। মৃত শহীনের বাবার নাম মাহাবুব আমীর হোসেন। তিনি লালবাগ ২৩ নম্বর ওয়ার্ডের বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন। নিহতের মামাত ভাই মোঃ ফারুখ তানভীর জানান গত ১৫ জানুয়ারি ২১৫/২ লালবাগ রোডের মসজিদ এলাকা থেকে ভাঙচুর মামলায় তাকে গ্রেফতার করা হয়। এরপর সোমবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা মেডিকেলের ৭০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। ছেলে।, চলিত বছরের ১৫ জানুয়ারি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতার করে লালবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে রাজনৈতিক মামলা ছিলো। তিনি আরও জানান, মাহাবুব তিন সন্তানের জনক। তিনি ২১৫/২ লালবাগ রোডের একটি বাসায় থাকতেন। কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, মাহাবুব কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তাকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় ঢামেকে আনা হয়। ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, লালবাগ থানাসহ পল্টন থানায়ও তার বিরুদ্ধে মামলা ছিলো। ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রয়েছে।
×