ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুদ্রা পাচার প্রতিরোধ আইনের একটি ধারা নিয়ে রুল

প্রকাশিত: ০০:৩৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

মুদ্রা পাচার প্রতিরোধ আইনের একটি ধারা নিয়ে রুল

স্টাফ রিপোর্টার॥ পুরোনো মামলা নতুন মুদ্রা পাচার প্রতিরোধ আইনে চালানো একটি ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক), আইন সচিব, স্বরাষ্ট্র সচিব ও অর্থ সচিবসহ বিবাদীদের ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। আগামী ৩ মার্চ এ বিষয়ে শুনানির পরবর্তী দিন রেখেছেন আদালত।এক রিট আবেদনের শুনানি করে সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদেশে জানতে চাওয়া হয়েছে, মুদ্রা পাচার প্রতিরোধ আইনের ৩১ এর ৩ ধারা সংবিধানের ৩৫ (২) অনুচ্ছেদের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা করা হবে না?আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ফখরুল ইসলাম। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
×