ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বেদে ভ্রাম্যমান প্রশিক্ষণ

প্রকাশিত: ০০:৪১, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

বেদে ভ্রাম্যমান প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে সপ্তাহব্যাপী বেদে ভ্রাম্যমান পোষাক তৈরী প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলার চরকেওয়ার বাইদ্যা বাড়িতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল। সদর ইউএনও সারাবান তাহুরার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন এডিসি হারুন-অর-রশীদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সদর উপজেলা চেয়ারম্যান আনিস-উজ-জামান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান জীবন, উপজেলা জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অঞ্জুলি রানী হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফেরদৌসুর রহমান ও বেদে সম্প্রদায়ের নেতা আব্দুল আউয়াল। আত্ম কর্মসংস্থান সৃষ্টির জন্য যুব উন্নয়ন অধিদপ্তর এই উদ্যোগ গ্রহন করেছে। শুরু হওয়া এই প্রশিক্ষণে অপর ৩০ নারী অংশ নিচ্ছে। শিঘ্রই প্রশিক্ষিতদের মাঝে বিনা সুদে ঋন বিতরণ ঘোষণা দেন প্রধান অতিথি।
×