ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দরবৃদ্ধির আধিপত্যে বীমা খাত

প্রকাশিত: ০৪:০০, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

দরবৃদ্ধির আধিপত্যে বীমা খাত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরবৃদ্ধির শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে বীমা খাত। এদিন দরবৃদ্ধির তালিকায় ১০ কোম্পানির মধ্যে ৫টিই বীমা খাতের। এ খাতের নেতৃত্বে ছিল রিলায়েন্স ইন্স্যুরেন্স। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, শীর্ষে তালিকায় থাকা রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৫ টাকা ২ পয়সা বা ১১ দশমিক ১৩ শতাংশ। কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন করে ৫১ টাকা ৯০ পয়সা দরে। এদিন ২৭১ বারে কোম্পানির লেনদেন হয়েছে ১ লাখ ২৯ হাজার ৮৭৫টি শেয়ার এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন কোম্পানির শেয়ার দর বেড়েছে ৬ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানির সর্বশেষ লেনদেন ৭৮ টাকা ৯০ পয়সা দরে। এদিন ৭৭৬ বারে কোম্পানির ৪ লাখ ১৭ হাজার ৬৪৭টি শেয়ার লেনদেন হয়। পঞ্চম স্থানে রয়েছে এ খাতের সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৭ দশমিক ৫৯ শতাংশ। কোম্পানি সর্বশেষ লেনদেন করে ১৫ টাকা ৬০ পয়সা দরে। এদিন ৪০ বারে কোম্পানির ৬৯ হাজার ৭১৬টি শেয়ার লেনদেন করে। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৫ পয়সা বা ৭ শতাংশ। কোম্পানি সর্বশেষ লেনদেন করে ৩৮ টাকা ২০ পয়সা দরে। এদিন ৯০৮ বারে কোম্পানির ৫ লাখ ৬৫ হাজার ২২৬টি শেয়ার লেনদেন করে। দশম স্থানে রয়েছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ পয়সা বা ৪ দশমিক ৬৫ শতাংশ। কোম্পানি সর্বশেষ লেনদেন করে ১৩ টাকা ৫০ পয়সা দরে। এদিন ৪৮ বারে কোম্পানির ১ লাখ ২৭ হাজারটি শেয়ার লেনদেন করে। এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে – ফু-ওয়াং সিরামিক, আমান ফিড লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, সিএমসি কামাল এবং আইটি কনসালটেন্টস।
×