ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

তারামন বিবির চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

প্রকাশিত: ০৫:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

তারামন বিবির চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ফুসফুস ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসা নিচ্ছেন মুক্তিযুদ্ধে খেতাবপ্রাপ্ত তারামন বিবি বীরপ্রতীক। সোমবার বিকেলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার তারামন বিবির উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ময়মনসিংহ মেডিক্যালের সিসিইউ প্রধান ডাঃ অধ্যাপক সাইফুল বারীকে প্রধান করে ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডের অপর দুই সদস্য হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ শঙ্কর নারায়ণ দাস ও ডাঃ জাহিদুল ইসলাম। চিকিৎসকরা জানিয়েছেন, তারামন বিবি বীরপ্রতীকের অবস্থা উন্নতির দিকে। এর আগে তাকে রংপুর সিএমএইচএ ভর্তি করা হয়েছিল। এক মাসের চিকিৎসা শেষে বাড়ি ফেরার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে আবার শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি করা হয়। তারামন বিবির পুত্র আবু তাহের মঙ্গলবার জানান, এখানে অক্সিজেনের সাপোর্ট দেয়া হলেও অবস্থা উন্নতির দিকে। তবে শ্বাসকষ্টের সঙ্গে তীব্র কাশিও রয়েছে। হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের সহযোগী অধ্যাপক ডাঃ এসকে অপু জানান, তারামন বিবির অবস্থা উন্নতির দিকে। আগামী ২/১ দিনের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। তারপরও নিবির পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে মঙ্গলবার ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। তারামন বিবি বীরপ্রতীকের উন্নত চিকিৎসার জন্য সরকারের কাছে দেশের বাইরে নেয়ার দাবি জানিয়েছেন তারামন বিবির আবিষ্কারক মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক বিমল কান্তি দেসহ পরিবারের সদস্যরা।
×