ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পবা উপজেলার দর্শনপাড়া ইউনিয়নের বাকশইল গ্রামে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এক পর্যায়ে আলামত নষ্ট করতে তার জামাকাপড় ডোবায় ফেলে লাশ দোকানের সামনে রাখা হয়। নিহত যুবকের নাম হাসান আলী (২৬)। তিনি চকিপাড়া গ্রামের তবজুল আলীর ছেলে। রাতভর গণপিটুনি ও অমানুষিক নির্যাতনে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোন্তাজ আলী। তিনি জানান, সোমবার রাত ২টার দিকে দেলজান আলীর দোকানের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে। এসময় দোকানের পাশের বাড়ির রোজিনা খাতুন শব্দ পেয়ে বের হয়ে আসে। রোজিনা চিৎকার দিলে হাসান পালানোর চেষ্টা করে। এসময় গ্রামের লোকজন ঘিরে ফেলে তাকে ধরে পিটুনি দিয়ে স্থানীয় গ্রাম পুলিশ নোমান আলী ও কায়মুদ্দিনের হাতে তুলে দেয়। তারা আহত হাসানকে রাতেই পবা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে তাকে নিয়ে ওই দোকানের সামনে ফেলে রাখা হয়।
×