ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১৪৫ বছর পর...

প্রকাশিত: ০৫:৩৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

১৪৫ বছর পর...

মায়ের উদ্দেশে এক ব্যক্তি একটি চিঠি লিখেছিলেন ১৪৫ বছর আগে। চিঠিটি প্যারিসের বাইরে নরমান্ডির উদ্দেশে বেলুনে করে পাঠান হয়েছিল। ফ্রাঙ্কো-প্রশিয়ান (ফ্রান্স-জার্মানি) যুদ্ধের সময় ১৮৭০ সালে প্যারিস শহর চার মাস অবরুদ্ধ ছিল। তাই হট এয়ার বেলুন ছাড়া বাইরে চিঠি পাঠানোর আর কোন উপায় ছিল না। কিন্তু চিঠিটি ১৪৫ বছর পর অস্ট্রেলিয়ার জাতীয় আর্কাইভে এসে পৌঁছেছে। পরিবারটির ভাগ্যে কি ঘটেছিল অস্ট্রেলিয়ার জাতীয় আর্কাইভ সে ব্যাপারে জানার আগ্রহ প্রকাশ করেছে। চার্লস মেসনিয়ের নামের পত্রলেখক তার মাকে লিখেছিলেন, যদিও তারা প্রতিদিন মাংস খেতে পারছেন না তবু তারা তারা মোটামুটি ভাল আছেন। ওই সময় এরকম বেলুন মারফত হাজার হাজার চিঠি বাইরে পাঠান হয়েছিল। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের পোস্ট এ্যান্ড টেলিগ্রাম মিউজিয়াম চিঠিটি ২০০১ সালে তাদের ব্রিসবেন অফিসে পাঠিয়ে দিয়েছিল। তবে এর সঙ্গে কোন তথ্য ছিল না। মঙ্গলবার ব্রিসবেনের ওই অফিস থেকে চিঠির বিষয়বস্তু প্রকাশ করে সংশ্লিষ্ট পরিবারটির ভাগ্যে কি ঘটেছিল তা জানতে গভীর আগ্রহ প্রকাশ করা হয়েছে। চিঠিটি ১৮৭০ সালের ২৯ নবেম্বর লেখার পর ৬ ডিসেম্বর পোস্ট করা হয়েছিল। চিঠিটি ৮ ইঞ্চি বাই ৫ ইঞ্চি সাইজের একটি কাগজে লিখে খামে ঢোকান হয়েছিল। -এএফপি
×