ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাহানারাদের জার্সি স্পন্সর করল কিউট

প্রকাশিত: ০৫:৩৮, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

 জাহানারাদের জার্সি স্পন্সর করল কিউট

স্পোর্টস রিপোর্টার ॥ আসন্ন টি২০ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের জার্সি স্পন্সর করেছে কিউট। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তর করেছে। মঙ্গলবার বিসিবির মিডিয়া সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্র্যান্ড কিউটের লগো সংবলিত নতুন এই জার্সি হস্তান্তর করা হয়েছে। মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চীফ মার্কেটিং অফিসার (সিএমও) কাজী নেওয়াজ ইবনে মাহতাব আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মহিলা বিশ্বকাপ টি২০ দলের অধিনায়ক জাহানারা আলম ও সহ-অধিনায়ক শুকতারা রহমানের হাতে কিউট ব্র্যান্ডের লোগো সংবলিত বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের জার্সি তুলে দেন। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিইও নিজামউদ্দিন চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া এ্যান্ড কমিউনিকেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উইমেন্স উইং চেয়ারম্যান এম এ আওয়াল চৌধুরী, টপ অব মাইন্ডের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের একটি বড় দায়িত্ব হলো ক্রিকেট খেলাকে এগিয়ে নেয়া, যাতে আমরা বিশ্ব ক্রিকেটের অন্যতম এক শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হতে পারি। আমাদের নতুন যাত্রায় অংশীদার হওয়ার জন্য কিউট ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ জানাই।’ মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিএমও, ‘পৃষ্ঠপোষক হিসেবে বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের নতুন জার্সি হস্তান্তরের এই অনুষ্ঠান আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন হয়ে থাকবে। এই জার্সি গায়ে চাপিয়েই জাতীয় ক্রিকেট দলের মেয়েরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বিশ্ব। আমরা বাংলাদেশ মহিলা জাতীয় ক্রিকেট দলের জন্য উত্তরোত্তর সাফল্য কামনা করি। সেই সঙ্গে আমরা আশা করি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ বছরও সফলতম ক্রিকেট মৌসুম কাটাবে।’ বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস তার বক্তব্যে বলেন, ‘আমাদের নতুন অংশীদার হওয়ার জন্য কিউট ব্র্যান্ডকে অসংখ্য ধন্যবাদ। ক্রিকেটকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে স্পন্সর প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।’
×