ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পিএসএলে আবার মুখোমুখি তামিম-সাকিব

প্রকাশিত: ১৯:২২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

পিএসএলে আবার মুখোমুখি তামিম-সাকিব

অনলাইন ডেস্ক॥ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আজ বুধবার আবার মুখোমুখি হচ্ছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দলে সুযোগ পেলে তামিমের দলের বিপক্ষে দাঁড়াবেন মুশফিকুর রহিমও। দুবাইয়ে তামিমের পেশোয়ার জালমি আজ সাকিব-মুশফিকদের করাচির বিপক্ষে খেলতে নামছে। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু ম্যাচটি। জালমি প্লে-অফে খেলা নিশ্চিত করেছে। করাচির এখনো সুযোগ আছে। করাচির সাথে পেশোয়ারের আগের দেখার ম্যাচে যার যার দলে খেলেছিলেন তামিম ও সাকিব। ওই ম্যাচে পেশোয়ার ৩ রানে হারায় করাচিকে। তামিম ৩৫ বলে ৩৭ রান করেছিলেন। মুশফিক ম্যাচটিতে সুযোগ পাননি। সাকিব খেলেছিলেন। তবে বিবর্ণ ছিলেন। ২ ওভারে ২৬ রান দেয়ার পর ব্যাট হাতে মাত্র ১ রান করেছিলেন এই অল রাউন্ডার। তামিম এখন পর্যন্ত খেলেছেন ৬ ম্যাচ। ৩টি ফিফটি করেছেন। দুবার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ রান তামিমের। তার চেয়ে মাত্র ২ রান বেশি নিয়ে করাচির রবি বোপারা শীর্ষে। সাকিব ৭ ম্যাচ খেলে করেছেন ১১৫ রান। ফিফটি একটি। এছাড়া এই বাঁ হাতি স্পিনার ৩ উইকেট নিয়েছেন। মুশফিক ৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। ৪৯ রান করেছেন। সর্বোচ্চ স্কোর ৩৩।
×