ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিরোধপূর্ণ দ্বীপে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েন

প্রকাশিত: ২০:৫০, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বিরোধপূর্ণ দ্বীপে চীনের ক্ষেপণাস্ত্র মোতায়েন

অনলাইন ডেস্ক॥ দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপে ভূমি থেকে আকাশে নিক্ষেপ করার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। বেসামরিক উপগ্রহের ছবিতে এমনটি দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি। গত ১৪ ফেব্রুয়ারিতে নেয়া ভূ উপগ্রহের ছবিতে দেখা যায় প্যারাসেলসের উডি আইল্যান্ডে দুটি আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা ও একটি রাডার মোতায়েন করা হয়েছে। এই উডি আইল্যান্ড এর মালিকানা তাইওয়ানের পাশাপাশি ভিয়েতনামও দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফক্স নিউজ প্রথম এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর নিশ্চিত করে। পেন্টাগন বিবিসিকে দেয়া মন্তব্যে বলে, গোয়েন্দা তথ্যর বিষয়ে পেন্টাগন কিছু বলবে না তবে এই ইস্যু খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ চীনে বিরোধপূর্ণ দ্বীপে নির্মাণ কর্মকাণ্ড, সামরিকায়ন ও দখল বন্ধ করার আহ্বান অব্যাহত রেখেছে। চীন দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ দ্বীপে জোরদার পুনর্দখলের কাজ শুরু করেছে যা দেশটি আইনত ও নাগরিকদের জন্য পরিচালিত বলে মনে করে। কিন্তু এই দ্বীপের দাবিদার অন্য দেশগুলো এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং এই অঞ্চলে সামরিকায়নে শঙ্কা প্রকাশ করেছে।
×