ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শিনা হত্যাকাণ্ড: পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশিত: ২০:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

শিনা হত্যাকাণ্ড: পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট

অনলাইন ডেস্ক॥ ভারতে শিনা বোরা হত্যাকাণ্ডে এবার পিটার মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও চার্জশিট দিল সিবিআই। মঙ্গলবার তার বিরুদ্ধে মুম্বাইয়ের অতিরিক্ত মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের কাছে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কলকাতার সংবাদমাধ্যম এবিপি আনন্দ এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে। প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের নভেম্বরে শিনা বোরা হত্যাকাণ্ডে গ্রেফতার হন মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়ের স্বামী পিটার মুখোপাধ্যায়। সেই থেকে সিবিআই হেফাজতেই রয়েছেন তিনি। চলতি মাসের ১২ তারিখে পিটার মুখোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। ইন্দ্রানী মুখোপাধ্যায়ের মেয়ে শিনা বোরা হত্যাকাণ্ডে গতবছরের ১৯ নভেম্বরই গ্রেফতার হন মিডিয়া ব্যারনের স্ত্রী। এই মামলায় অন্য দুই অভিযুক্ত হলেন সঞ্জীব খন্না (ইন্দ্রানীর প্রাক্তন স্বামী) এবং তাদের গাড়ির প্রাক্তন চালক শ্যামভর রাই। এই তিনজনের বিরুদ্ধে আগেই চার্জশিট দাখিল করা হয়েছে। ২০১২ সালে এপ্রিলে শিনাকে গাড়ির মধ্যে গলা টিপে খুন করে হত্যা করা হয়। তারপর তার দেহ রায়গড়ের জঙ্গলে নিয়ে গিয়ে পুড়িয়ে মাটির তলায় পুঁতে ফেলা হয়। এই ঘটনার তদন্তভার প্রথমে মুম্বাই পুলিশের হাতে ছিল। গত বছরের শেষদিকে মামলার তদন্তভার দেওয়া হয় সিবিআইকে।
×