ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মে’র শেষ সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ হবে : ও. কাদের

প্রকাশিত: ২২:৫১, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

মে’র শেষ সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ হবে : ও. কাদের

অনলাইন রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চারলেনের কাজ মে মাসের শেষ সপ্তাহে শেষ হতে যাচ্ছে। তিনি আজ বুধবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে উন্নয়ন প্রকল্প বিষয়ক এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়। মন্ত্রী জানান, চারলেনের পাশপাশি রাজধানীর সাথে চট্টগ্রাম মহানগরীর মধ্যে স্বল্পতম সময়ে যাতায়াত নিশ্চিত করতে একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। এক্সপ্রেসওয়েটি হবে বিদ্যমান চারলেনের উপর দিয়ে সম্পূর্ণ উড়ালপথে। দুই শত ২৫ কিলোমিটার দীর্ঘ এ উড়ালপথ নির্মাণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা। এসময় সাংবাদিকদের মন্ত্রীর বলেন, জাপানের অর্থায়নে সিলেট অঞ্চলে ছোট-বড় ১৬টি সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, পটুয়াখালী-কূয়াকাটা সড়কে শহীদ শেখ কামাল সেতু ও শহীদ শেখ জামাল সেতুরও নির্মাণ কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ ফেব্রুয়ারি সেতুগুলো আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।
×