ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর করনীয় ঠিক করবে জাপা

প্রকাশিত: ২২:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর করনীয় ঠিক করবে জাপা

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলের ওপর পরবর্তী রাজনৈতিক করনীয় ঠিক করবে বিরোধী দল জাথীয় পার্টি। বুধবার দুপুরে রাজধানীর বনানীতে পার্টির কার্যালয়ে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন। প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে জাতীয় পার্টি (জাপা)। ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী মাহমুদা পারভীন মলির হাতে মনোনয়নপত্র তুলে দেয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এসময় জাপা চেয়ারম্যান এরশাদ বলেন, প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে। আজ থেকে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। পার্টির মনোনয়ন দেয়ার পর কেন্দ্র থেকে প্রার্থীদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হবে। তৃণমূল থেকে নির্বাচিত হয়ে আসা মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন ২০৫ জনকে দলীয় মনোনয়ন দেয়া হচ্ছে, বলেও জানান তিনি।
×