ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু: তথ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:১২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু: তথ্যমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ ‘বিএনপি-জামায়াত গণতন্ত্রের শত্রু। এদের কঠোরভাবে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশের সাবলীল অগ্রগতি ব্যাহত হবে।’ এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। জাতীয় প্রেস ক্লাবে বুধবার দুপুরে ‘ভাষা আন্দোলন এবং কমরেড মোহাম্মদ তোহার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে মোহাম্মদ তোহা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। ভাষা আন্দোলনকে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন তোহা তাদের মধ্যে অন্যতম। বাংলাদেশের মুক্তি সংগ্রামেও তোহার ভূমিকাকে অস্বীকার করার কোনো উপায় নেই।’ তিনি বলেন, ‘বাহান্ন, একাত্তর এবং নব্বইয়ের গণ-অন্দোলনকে যারা অস্বীকার করে তারা দেশ, সংস্কৃতি ও ধর্মের শত্রু। তাদের উচিত পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেখানে চলে যাওয়া।’ সাম্যবাদী দল আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দলটির সাধারণ সম্পাদক দিলিপ বড়ুয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের পলিটব্যুরোর সদস্য এম গনি, ন্যাপের সহ-সভাপতি আব্দুর রশিদ সরকার প্রমুখ।
×