ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বাজার ক্যাম্পিং

প্রকাশিত: ০০:২৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে বাজার ক্যাম্পিং

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ॥ গাজীপুরের কালীগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধকল্পে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাজার ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় মহিলা ও শিশু মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে বুধবার দুপুরে স্থানীয় দোলান বাজার এলাকায় এ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। গাজীপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক অফিসার শাহনাজ আক্তারের পরিচালনায় অনুষ্ঠাণের মধ্যে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা লেডিসক্লাবের সভাপতি সোহেলী সুলতানা লিপি, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. খাইরুল আলম, জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুক মাষ্টার, বেসরকারী উন্নয়ন সংগঠন উজানের সমন্বয়কারী নবাব আলী খাঁ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ ও সাধারণ সম্পাদক কনিকা রাণী দাস, কালীগঞ্জ পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি আমিরুন্নেসা প্রমূখ। এ সময় ভিজিডি সুবিধাভোগী মহিলারা উপস্থিত ছিলেন।
×