ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০০:৪০, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলায় মুক্তিযোদ্ধা শেখ ওমর আলী (৬৫) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিবাদ ও গ্রেফতার দাবী জানিয়ে মানব-বন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। বুধবার সকাল ১১টার দিকে স্থানীয় প্রেসক্লাবের সামনে তারা ব্যানার নিয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে। জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যানারে তারা শেখ ওমর আলীর ওপর শুকতাইল ইউপি-চেয়ারম্যানসহ তার ভাই মুরাদ ও তার বাহিনীর হামলা এবং গুলি বর্ষণের কথা উল্লেখ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানব-বন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান জানি মিয়া, সদর থানা সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান লুথু, সাধারণ সম্পাদক ও পৌর-কমান্ডার এম এম জালালউদ্দিন আহম্মেদ প্রমূখ। উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নে কুঠিবাড়ি গ্রামে ইউপি-চেয়ারম্যান আবেদ আলী শেখ ও তার ভাই মুরাদ আলী শেখ বংশীয় চাচা ওমর আলী শেখের জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণ শুরু করলে জমির মালিক ওমর আলী তাতে বাঁধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় ওমর আলী বাঁ পায়ে গুলিবিদ্ধ হন এবং আহত হয় আরও ৪ জন। ঘটনার সত্যতা স্বীকার করে গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির আইসি আব্দুস সোবহান জানিয়েছেন, এ ঘটনায় ওই রাতেই মুরাদ আলী শেখকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি মামলা (নং-১৯) হয়।
×