ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

গুলশান-বারিধারায় বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

প্রকাশিত: ০০:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

গুলশান-বারিধারায় বর্জ্য ব্যবস্থাপনায়  পদক্ষেপ জানতে চান হাইকোর্ট

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর গুলশান-বারিধারা লেকের বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্টদেরকে হাইকোর্টের এই নির্দেশনা পালন করে জানাতে বলেছেন আদালত। একইসঙ্গে গুলশান লেক, সুয়ারেজ ও অন্যান্য সকল পরিবেশ দূষণকারী বর্জ্য নিষ্কাশনের বিষয়ে কেন নিষেধ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।আগামী চার সপ্তাহের মধ্যে গৃহায়ণ সচিব, রাজউক কর্তৃপক্ষ, ওয়াসা কর্তৃপক্ষ, পরিবেশ সচিব ও পরিবেশ অধিদফতরের মহাপরিচালকে উক্তরুলের জবাব দিতে বলা হয়েছে।এক আবেদনের শুনানি গ্রহণ করে বুধবার হাই কোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত ও সীমা হায়দার চৌধুরী।
×