ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এটিএম বুথে হিজাব খুলে টাকা নিতে হবে

প্রকাশিত: ০১:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

এটিএম বুথে হিজাব খুলে টাকা নিতে হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে চুরি ঠেকাতে দেশের প্রায় সাড়ে সাত হাজার এটিএম বুথে সচ্চ গ্লাস ও মহিলাদের লেনদেনের সময় প্রয়োজনে হিজাব খুলতে হবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সব বাণিজ্যক ব্যাংককের বুথে নিরাপত্তা বাড়াতে এ পরামর্শ দিয়েছে বলে জানা গেছে। এছাড়া গ্রহককে গোপন নম্বর চাপার সময় নম্বর বোর্ডের উপর অন্য হাতদিয়ে ডেকে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় দেশের ৫৬টি বাণিজ্যিক ব্যাংকের এটিএম কার্ড ডিভিশনের প্রধানদের সঙ্গে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এতে সভাপতিত্ব করেন। বৈঠক সূত্রে জানা গেছে, চুরি যাওয়া টাকার পরিমান ২০ লালখ ৫৯ হাজার টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মোট ২৪ বারে ১৭ লাখ ৫৩ হাজার; সিটি ব্যাংকের ৪ বারে ১ লাখ ৪০ হাজার; ইউসিবিএলের ৭ বারে ১ লাখ ২৬ হাজার এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের ১ বার ট্রানজেকশন করে ৪০ হাজার টাকা উত্তলন করা হয়েছে। আগামী এক সম্পাহের মধ্যে গ্রহকদের এসব টাকা ফেরত দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা। বেসরকারী চারটি ব্যাংকের রাজধানীর চারটি এটিএম বুথ থেকে এ টাকা উত্তলন হয়েছে। এসময় ওইসব এটিএম বুথে প্রায় ১২০০ এটিএম কার্ড লেনদেন করেছে। যা কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বন্ধ করে নতুন কার্ড ইস্যু করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
×