ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারির ২ মামলায় তানভীর-জেসমিনের বিচার শুরু

প্রকাশিত: ০২:২৩, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

হলমার্ক কেলেঙ্কারির ২ মামলায় তানভীর-জেসমিনের বিচার শুরু

স্টাফ রিপোর্টার॥ ঋণ কেলেঙ্কারির ২ মামলায় হলমার্কের এমডি তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলাম এবং সম্পদের হিসাব বিবরণী দাখিল না করা সংক্রান্ত দুর্নীতির আরও এক মামলায় জেসমিন ইসলামের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত। দেশের বৃহত্তম ওই ঋণ কেলেঙ্কারির ঘটনায় মোট ১১টি দুর্নীতির মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি ৯ মামলায় চার্জ গঠনের বিষয়ে আদেশের দিন আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত। এ ৯টি মামলার বিষয়ে হাইকোর্টে রিট করা হয়েছে জানিয়ে আদেশ পেছানোর আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম।বুধবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা ৩ মামলায় চার্জ গঠন ও ৯ মামলায় আদেশের এ দিন ধার্য করেন। অভিযোগ গঠন করা ৩ মামলার সাক্ষ্যগ্রহণও শুরু হবে ৩ মার্চ।
×