ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলহাজ টেক্সটাইল পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

প্রকাশিত: ০৪:১৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আলহাজ টেক্সটাইল পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইলের পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। মোঃ হারুনুর রশীদ নামের এক পরিচালক ৮৯ হাজার শেয়ার হস্তান্তর করবেন। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, তার কাছে কোম্পানির মোট ৯ লাখ ৮৯ হাজার ৯২০টি শেয়ার রয়েছে। এর মধ্য থেকে উপরে উল্লিখিত শেয়ার তিনি তার মা জোবেদা খাতুনকে হস্তান্তর করবেন। এই পরিচালক আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে এই শেয়ার হস্তান্তর করতে পারবেন। এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোম্পানি সর্বশেষ লেনদেন করে ১০২ টাকা ৫০ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার হিডেলবার্গ সিমেন্টের সভা ২৫ ফেব্রুয়ারি হাইডেলবার্গ সিমেন্ট বিডির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসইর) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী এ সভা করবে। ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৮৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×