ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে অনুর্ধ ১৯ ক্রিকেট লীগ শুরু শুক্রবার

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

চট্টগ্রামে অনুর্ধ ১৯ ক্রিকেট লীগ শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করতে যাচ্ছে অনুর্ধ ১৯ ক্রিকেট লীগ। চারদিনের খেলা হবে। চট্টগ্রামে চার দল এ লীগে অংশ নেবে। ভবিষ্যতের টেস্ট ক্রিকেটার তৈরি করতেই ১৯ ফ্রেব্রুয়ারি থেকে এ আয়োজন করা হচ্ছে। আয়োজনে সেন্ট্রাল, ইস্ট, ওয়েস্ট ও সাউথ জোন অংশ নেবে। দেশের চার জোনের ক্রিকেটাররা নিজ নিজ জোনে খেলবেন। বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পর এমন আরেকটি আয়োজন হচ্ছে। যেখানে অনুর্ধ ১৯ ক্রিকেটারদের খেলানো হবে। বয়সভিত্তিক ক্রিকেট পর্যায়ে এতদিন দেশে বড় দৈর্ঘ্যরে ম্যাচের কোন আয়োজন ছিল না। ফলে তরুণ ক্রিকেটারকে নির্ধারিত ওভারের ম্যাচ খেলেই সন্তুষ্ট থাকতে হয়েছে। এখন সেই অপূর্ণতা ঘুচে যাচ্ছে। ‘টেস্ট’ খেলায় তরুণদের অভ্যস্ত করতে একটি লীগের আয়োজন করা হচ্ছে। খেলাগুলো চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম ও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। লীগে আট বিভাগের ক্রিকেটাররা চার জোনে বিভক্ত হয়ে খেলবেন। প্রতি দলই একে অপরের সঙ্গে চারদিনের ম্যাচে অংশ নেবে। এরপর টুর্মামেন্ট সেরা দুই দল খেলবে ফাইনালে। সবমিলিয়ে লীগে সাত ম্যাচ অনুষ্ঠিত হবে। লীগে চ্যাম্পিয়ন দল পাঁচ লাখ টাকা এবং রানার্সআপ দল তিন লাখ টাকার প্রাইজমানি পাবে। বুধবার দুপুরে চিটাগাং ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সংবাদ সম্মেলনে আকরাম খান জানান, ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে ইস্ট জোন-সেন্ট্রাল জোনের এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাউথ জোন ও নর্থ জোনের খেলা অনুষ্ঠিত হবে। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইস্ট জোন ও নর্থ জোনের এবং এমএ আজিজ স্টেডিয়ামে সাউথ জোন ও সেন্ট্রাল জোনের খেলা অনুষ্ঠিত হবে। ২ থেকে ৫ মার্চ এমএ আজিজ স্টেডিয়ামে ইস্ট জোন ও সাউথ জোন এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নর্থ জোন ও সেন্ট্রাল জোনের খেলা অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১১ মার্চ এমএ আজিজ স্টেডিয়ামে লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আকরাম খান বলেন, ‘সম্ভাবনাময়ী তরুণদের লংগার ভার্সন ক্রিকেটের জন্য গড়ে তুলতেই এ আয়োজন। এর মাধ্যমে আগামীর সাকিব-মুশফিকরা উঠে আসবে বলে আমরা আশাবাদী।’ সঙ্গে যোগ করেন, ‘এতদিন ধরে অনুর্ধ ১৯ পর্যায়ে দেশে লংগার ভার্সনের কোন লীগ ছিল না। তাই যারা বিভিন্ন বিভাগ ও জোনের হয়ে খেলে তারা ছাড়া বাকিরা বড় দৈর্ঘ্যরে ম্যাচ খেলার সুযোগ পেত না। কিন্তু সবারই সুযোগ পাওয়া উচিত। তারাও সম্ভাবনাময়ী, তারাও আমাদের ভবিষ্যত।’ সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সহ-সভাপতি আলী আব্বাস, ইস্ট জোনের প্রধান কোচ ও সাবেক জাতীয় ক্রিকেটার নুরুল আবেদিন নোবেল, বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক সিজান, সিজেকেএসের নির্বাহী সদস্য আবদুল হাসান আকবর।
×