ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় রাগবি দলকে ট্রাকস্যুট ও জার্সি দিল ওয়ালটন

প্রকাশিত: ০৫:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় রাগবি দলকে ট্রাকস্যুট ও জার্সি দিল ওয়ালটন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশে রাগবির পথচলা খুব বেশি দিনের নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যাচ্ছে রাগবি। ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টেও অংশ নিচ্ছে বাংলাদেশ জাতীয় রাগবি দল। তারই ধারাবাহিকতায় ভারতের চেন্নাইতে অনুষ্ঠিতব্য (২০-২১ ফেব্রুয়ারি) ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস’ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ জাতীয় রাগবি দল। টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘পুল-সি’ তে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও ফিলিপিন্স। ২০ ফেব্রুয়ারি সকালে ও দুপুরে ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সের মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের ড্রেস স্পন্সর করেছে ওয়ালটন। এ উপলক্ষে সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশনের (ইউনিয়ন) সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা। এক বক্তব্যে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘আমরা ওয়ালটন গ্রুপ সর্বোতভাবেই চেষ্টা করি দেশের ক্রীড়াঙ্গনের প্রত্যেকটি সেক্টরে নিরলসভাবে কাজ করতে। রাগবি নিয়েও আমাদের অনেক পরিকল্পপনা আছে। আমরা মনে করি বাংলাদেশ জাতীয় রাগবি দলের খেলোয়াড়রা ভারতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের (চাইনিজ তাইপে, ভারত, কাজাকিস্তান, লেবানন, সিরিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত, নেপাল, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া ও সৌদি আরব) সঙ্গে খেলে তাদের শক্তিমত্তা যাচাই করবে এবং তাদের সামর্থ্য সম্পর্কে অবগত হবে। ভারতে যাওয়া প্রত্যেক খেলোয়াড় বাংলাদেশের এক-একজন এ্যাম্বাসেডর। আশা করি তারা তাদের আচার-আচরণের মাধ্যমে বাংলাদেশকে ভালভাবে উপস্থাপন করবে। আমি বাংলাদেশ রাগবি দলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’ বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী বলেন, ‘আসলে ওয়ালটন গ্রুপ সব সময়ই আমাদের পাশে থাকার চেষ্টা করে। সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমি মনে করি ওয়ালটন গ্রুপের কারণেই ক্রীড়াঙ্গন এতটা সরব রয়েছে। পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে তারা এগিয়ে না আসলে অনেক ফেডারেশনই তাদের বিভিন্ন টুর্নামেন্ট ঠিকমতো আয়োজন করতে পারত না। আশা করব ভবিষ্যতেও ওয়ালটন গ্রুপকে রাগবি পাশে পাব।’
×