ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে ॥ শিক্ষামন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে ॥ শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৭ ফেব্রুয়ারি ॥ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। যাতে তারা ভবিষ্যতে দেশের হাল ধরতে পারে। আমাদের নতুন প্রজন্ম আধুনিক শিক্ষায় ও জ্ঞান-বিজ্ঞান প্রযুক্তিতে সমৃদ্ধ হবে। তিনি বলেন, শুধু ক্লাস রুম বা পাঠ্যপুস্তকের শিক্ষা দিয়ে একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা যায় না। এজন্য দরকার সাংস্কৃতিক চর্চা, ক্রীড়ানুষ্ঠান, শরীরচর্চাসহ বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ ঘটানো। মন্ত্রী বুধবার বিকেলে নড়িয়া উপজেলার নরকলিকাতা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, এ্যাডভোকেট নাভানা আক্তার এমপি, শিক্ষাসচিব মোঃ সোহরাব হোসাইন। কুকুরের মুখে নবজাতকের লাশ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ এবার নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে ডোমার পৌর এলাকার কাজীপাড়া মহল্লা থেকে। মঙ্গলবার সন্ধ্যায় ওই মহল্লার মাহবুবুল হকের বাড়ির সামনের ফাঁকা মাঠে কুকুরের মুখ থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে এলাকাবাসী। মাহাবুবুল হকের ভাড়াটিয়া লাবু হোসেন জানায়, বাড়ির সামনে ফাঁকা জায়গায় নবজাতকের মৃতদেহটি একদল কুকুর টানা-হেঁচড়া করছিল। মুহূর্তে খবরটি ছড়িয়ে পড়লে শত শত নারী-পুরুষ ছুটে আসে করে এবং কুকুর তাড়িয়ে নবজাতকের লাশ উদ্ধার করে। এলাকাবাসীর ধারণা আশপাশের কোন ক্লিনিক থেকে নবজাতকটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে। কারণ ওই এলাকার আশপাশে বেসরকারী তিনটি ক্লিনিক রয়েছে। হয়ত অবৈধ মেলামেশার ফসল এ নবজাতকটি। মৃতদেহটির হাত-পা, চোখ, আঙ্গল পরিপূর্ণ রয়েছে। তবে ডান পা সম্পূর্ণ কুকুরে খেয়ে ফেলেছে।
×