ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলছে

প্রকাশিত: ১৯:২২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তার জেরা চলছে

অনলাইন রিপোর্টার॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদের জেরা চলছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেরা শুরু হয়। এর আগে ১১ ফেব্রুয়ারি জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য করা হয়। রাজধানীর বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। একই দিন জিয়া অরফা নেজ ট্রাস্ট মামলার শুনানির জন্য ৩ মার্চ ধার্য করা হয়। আজ সকালে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার জানান, শারীরিক অসুস্থতার কারণে খালেদা জিয়া আজও আদালতে উপস্থিত হতে পারেননি। তাঁর অনুপস্থিতিতে মামলার তদন্তকারী কর্মকর্তা হারুনুর রশিদকে জেরা করা হচ্ছে। ২০১০ সালের ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ।
×