ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে গাছ আতঙ্ক

প্রকাশিত: ২০:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়ছে গাছ আতঙ্ক

অনলাইন ডেস্ক॥ দ্রুত বর্ধনশীল এক ধরনের গাছে ছেয়ে গেছে অস্ট্রেলিয়ার একটি শহর। বিবিসির খবরে বলা হয়, টাম্বলওয়েড নামের গাছটি খুব দ্রুতই বাড়ে। তাই ঘর বাড়িতেও ঢুকে পড়েছে গাছটি। বসতবাড়ির আনাচে কানাচে ঢুকে ঘরে ঢোকার পথ সম্পূর্ণ বন্ধ করে দিচ্ছে সেই গাছ। ভিক্টোরিয়া নর্থওয়েস্ট শহরের ওয়াংগাটা অঞ্চলের ঘরগুলোতে শুষ্ক মৌসুম থাকার কারণে দ্রুতই জমে যাচ্ছে গাছগুলো এবং ঢুকে পড়ছে ঘরে। ঘরগুলোর বাসিন্দারা দিনে কয়েক ঘণ্টা পরিশ্রম করে গাছগুলো সরিয়ে দিলেও তা আবার বেড়ে উঠছে। বিবিসি জানায়, স্থানীয় এক কৃষককে এ ঘটনার জন্য দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা পাম টুইচিট প্রাইম সেভেন নিউজকে বলেন, ‘এটা শারীরিকভাবে ভীতিকর এবং মানসিকভাবে আরও বেশি ভীতিকর।’ গাছটি এক ধরনের ঘাস যা অস্ট্রেলিয়ার প্রায় সব জায়গাতেই পাওয়া যায়। এটা খুব দ্রুত বৃদ্ধি পায় এবং গবাদি পশু অতিরিক্ত পরিমাণে এটি খেলে ‘ইয়োলো বিগ হ্যাড’ নামক রোগে আক্রান্ত হতে পারে। ওয়াংগাটার পশুচিকিৎসক রিচার্ড ইভান বিবিসিকে বলেন, একবার শুকিয়ে গেলে গাছটির বিষক্রিয়া কমে যায়। কর্তৃপক্ষ গাছগুলোকে সরিয়ে ফেলতে সম্পূর্ণ সক্ষম হয়নি, কারণ আগুন দিলেও তাতে আগুন লাগে না।
×