ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পিতৃত্বের ছুটি চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও

প্রকাশিত: ২০:২৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

পিতৃত্বের ছুটি চালু হচ্ছে পশ্চিমবঙ্গেও

অনলাইন ডেস্ক॥ প্রসবকালীন ছুটি বা সন্তানের দেখভালের জন্য নারীরা এতদিন ছুটি পেতেন। এবার থেকে পশ্চিমবঙ্গের পুরুষ সরকারী কর্মীরাও পিতৃত্বকালীন ছুটি পাবেন। পশ্চিমবঙ্গ সরকার এক সার্কুলার জারি করে জানিয়েছে যে বাবারা সদ্য প্রসূত সন্তানের দেখভালের জন্য মোট ৩০ দিন বেতনসহ ছুটি নিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারী বা অন্য অনেক বেসরকারি ক্ষেত্রের সংস্থাতে ইতিমধ্যেই পিতৃত্বকালীন ছুটির ব্যবস্থা চালু রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের নারী কর্মচারীরা প্রসবের আগে পরে মোট ছয় মাস ছুটি পান। এই ছুটি অবশ্য দুটি সন্তান পর্যন্তই সীমাবদ্ধ। এছাড়াও গোটা চাকরি জীবনে সন্তানের দেখভালের জন্য মোট দুই বছর ছুটি নিতে পারেন পশ্চিমবঙ্গের নারী কর্মচারীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পুরুষ কর্মচারীরা দুই পর্যায়ে মোট ৩০ দিন পিতৃত্বকালীন ছুটি নিতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সর্বশেষ বেতন কমিশন সুপারিশ করেছে যে পুরুষ কর্মচারীদেরও সন্তানকে দেখভালের ছুটি দেওয়া হোক যেমন ছুটি পান নারী কর্মচারীরা। এই ছুটি যাতে সিঙ্গেল ফাদাররাও পেতে পারেন, সেই সুপারিশও করেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমিশন।
×