ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

দিনের তাপমাত্রা আজ বাড়তে পারে

প্রকাশিত: ২০:৫২, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

দিনের তাপমাত্রা আজ বাড়তে পারে

বিশেষ প্রতিনিধি॥ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে একথা জানানো হয়েছে। অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে; যা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজারহাটে; যা ১৫ ডিগ্রি সেলসিয়াস। সিনপটিক অবস্থা সম্পর্কে অধিদপ্তর জানায়, এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্হান করছে। আজ ঢাকায় সূর্যাস্ত ৫টা ৫৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৯ মিনিটে। ##
×