ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তুচ্ছ ঘটনায় ঝিনাইদহে দু’দল গ্রামবারি সংঘর্ষ ॥ আহত ৭

প্রকাশিত: ২৩:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

তুচ্ছ ঘটনায় ঝিনাইদহে দু’দল গ্রামবারি সংঘর্ষ ॥ আহত ৭

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ ॥ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’দল গ্রামবাসির সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের জিতড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলো- ওই গ্রামের মৃত সুশীল মন্ডলের ছেলে সুবাস মন্ডল (৪০), শ্রীপদ মন্ডলের ছেলে অচিন্ত মন্ডল (৩৮), নিখিল মন্ডলের ছেলে নিধির মন্ডল (৩৬), প্রিয়নাথ মন্ডলের ছেলে বাদল মন্ডল (৪৫), কংশরায় মন্ডলের ছেলে চঞ্চল মন্ডল (৪০) ও বিদ্যুৎ মন্ডল (২৫)সহ ৭ জন। তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গতরাতে চোখে টর্চলাইট মারাকে কেন্দ্র করে জিতড় গ্রামের আবুল বিশ্বাস ও সুমন মিয়ার মধ্যে বাক-বিতন্ডা হয়। তারই জের ধরে সকালে দু’ক্ষের লোকজন ঢাল, ভেলা, লাঠি-সোটা নিয়ে তুমূল সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ৭ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
×