ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ২৩:৩৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরির সংঘবদ্ধ চক্রের ৪ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁয় বৈদ্যুতিক মিটার চুরি করে অভিনব কায়দায় মোবাইলে চাঁদা আদায়ের মাধ্যমে সেগুলো মালিকের কাছে ফেরত প্রদানকারী একটি সংঘবদ্ধ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ । তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি যাওয়া পল্লী বিদ্যুতের ১১টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশের পক্ষ থেকে এমন তথ্য দেয়া হয়েছে। জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ খোরশেদ আলম সংবাদ সম্মেলনে বলেন, গত ৭ ফেব্রুয়ারি একইরাতে সদর উপজেলার হাপানিয়া এলাকা থেকে বিভিন্ন রাইসমিল থেকে মোট ১২টি এবং সেচ প্রকল্প থেকে ১টি বৈদ্যুতিক মিটার চুরি হয়ে যায়। ৯ ফেব্রুয়ারি নওগাঁ সদর মডেল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদু-উন-নবী সঙ্গীয় ফোর্সসহ অভিযানে নামেন। ব্যাপক অনুসন্ধানের পর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ১২ ফেব্রুয়ারি বগুড়ার কাহালু উপজেলার বড় ভদাহার গ্রামের ওয়াহেদের পুত্র মো. জিয়ারুল মোল্লা (২৬) এবং ১৫ ফেব্রুয়ারি তার আপন ভাই মো. রনি (২৩) কে গ্রেফতার করা হয়। এরই জের ধরে ১৭ ফেব্রুয়ারি বগুড়ার আদমদীঘি উপজেলার বড় আখিড়া গ্রামের বরকত আলীর পুত্র মো. মুকুল (২০) এবং শিয়ালসন গ্রামের মো. কামাল আলীর পুত্র মো. সুজন আলীকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুয়ায়ী বগুড়া এবং নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাটির নীচে ও জঙ্গলের মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ১১টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মুহাম্মদ রাশিদুল হক, সহকারী পুলিশ সুপার হেড কোয়ার্টার মোহসীন, সদর থানার অফিসার্স ইনচার্জ মো. জাকিরুল ইসলাম এবং ডিআইও-১ মোঃ মোসলেম উদ্দিন, নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারন সম্পাদক ফরহাদ হোসেন চকদার, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (প্রশাসন) কমলকৃষ্ণ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
×