ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যুদ্ধাপরাধের প্রতীকি বিচার নিয়ে তদন্ত সংস্থার আপত্তি

প্রকাশিত: ২৩:৩৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

যুদ্ধাপরাধের প্রতীকি  বিচার নিয়ে তদন্ত  সংস্থার আপত্তি

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচারের উদ্যোগের সমালোচনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক আব্দুল হান্নান খান।বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “একটা আদালত বিদ্যমান থাকা অবস্থায় অন্য কোনো আদালত হতে পারে না। সেটা প্রতীকী হোক আর যা ই হোক। এটা সঠিক হবে না।”মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বাংলাদেশ-ভারত-পাকিস্তানের মধ্যে ত্রিদেশীয় চুক্তির আওতায় যুদ্ধাপরাধের অভিযোগে আটক ১৯৫ সেনা সদস্যকে নিজ দেশে বিচারের মুখোমুখি করার শর্তে ফেরত নেয় পাকিস্তান। এরপর ৪৪ বছর পার হলেও তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়নি দেশটি।
×