ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বিয়ে করতে এসে কারাগারে বর

প্রকাশিত: ২৩:৪৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

লক্ষ্মীপুরে বিয়ে করতে এসে কারাগারে বর

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে বাল্য বিবাহের অভিযোাগে জাফর নামের (১৮) তরুণকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্র্যাম্যমান আদালত। এ সময় বরের পিতা মো. হানিফ এবং কনের পিতা নুরুল ইসলামকে বাল্য বিবাহের আয়োজনের অভিযোগে আটক করে জরিমানা আদায় করা হয় । বুধবার রাতে প্রায় ৮টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি সমর কান্তি বসাক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে এ রায় দেন। জানা গেছে, কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের মো. হানিফের পুত্র মো. জাফর (১৮) সাথে ও সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউভূতি গ্রামের নুরুল ইসলামের মেয়ে এলাকা সংলগ্ন কমলনগরের তোরাবগঞ্জ দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রীর ছাত্রী কুলছুল বেগম (১৩) এর সাথে কোর্ট এফিডেভিটের মাধ্যমে বুধবার সন্ধ্যায় বিয়ের আয়োজন করা হয় । এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান পুলিশ পাঠিয়ে জেলা প্রশাসক কার্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।
×