ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজবাড়ীতে ৭টি ককটেলসহ গ্রেফতার ১

প্রকাশিত: ০০:০৩, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজবাড়ীতে ৭টি ককটেলসহ গ্রেফতার ১

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদী লক্ষীপুর গ্রাম থেকে বুধবার গভীর রাতে সাতটি তাজা ককটেল সহ আফজাল মুসুল্লী নামের এক ব্যক্তিকে আটক করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়। আটককৃত আফজাল একই গ্রামের আকবর মুসল্লীর ছেলে। রাজবাড়ী সদর থানার এসআই সোলায়মান হোসেন জানান, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে আফজাল মুসল্লী র‌্যাবকে ফোন করে বলে; এলাকার সাবেক মেম্বার সিদ্দিকুর রহমানের বাড়িতে কয়েকজন যুবক ককটেল ও হাতবোমা নিয়ে অবস্থান করছে। এ খবর পেয়ে র‌্যাবের একটি দল দ্রুত সিদ্দিকুর রহমানের বাড়িতে গিয়ে তল্লাশী চালিয়ে কোন কিছু না পেয়ে কৌশলে আফজালকে ফোন করে ডেকে এনে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। তার দেয়া তথ্যানুযায়ী সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে আনুমানিক ৫০ গজ দূরে একটি খড়ের গাদার নীচ থেকে সাতটি তাজা ককটেল উদ্ধার করা হয়। আফজাল জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সিদ্দিকুর রহমানের সাথে তার পূর্ব শত্রুতা থাকার কারণে মিথ্যা সংবাদ দিয়ে হয়রানি করার জন্য গত মঙ্গলবার রাত ১১টার দিকে ককটেলগুলি সিদ্দিকুর রহমানের বসত ঘরের পাশে সে নিজে লুকিয়ে রেখেছিল। এব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা হয়েছে।
×