ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত: ০০:০৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান

নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ আশুলিয়া বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কতৃপক্ষ। তবে এঘটনায় কাউকে আটক করা হয়নি। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়া থানাধীন দোসাইদ ও পলাশবাড়ি এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আশুলিয়ার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যজিষ্ট্রেট ফাহাদ পারভেজ বসুনীয়ার নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়। এ সময় কয়েক শ’ ফুঁট অবৈধ গ্যাস পাইপ লাইন বিছিন্ন করে মাটির নিচ থেকে উঠানো হয়। অভিযানে তিতাস গ্যাস কোম্পানীর কর্মকর্তাসহ আশুলিয়া থানা পুলিশও উপস্থিত ছিল। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জাননো হয়।
×