ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির সম্মেলন

প্রকাশিত: ০০:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির সম্মেলন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সদর উপজেলার সিপাহিপাড়ায় মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির মাঠের এই ৯ম বার্ষিক সদস্য সভায় সমিতির নির্বাহী কমিটির সভাপতি নির্বিাচিত হয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ কাদের মোল্লা। সদস্য সচিব হয়েছেন সামছুল হক। প্রথম পর্বের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষন দেন অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস এমপি। এতে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত মো. জাকির হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, মুন্সীগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব, সিভিল সার্জন ডা. শহিদুল ইসলাম ও সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. মাহবুব রহমান প্রমুখ। এতে পল্লী বিদ্যুত সমিতির গ্রাহকদের সুবিধা অসুবিধা উঠে আসে। পুরস্কৃত করা হয় শ্রেষ্ঠ গ্রাহকদের। প্রধান অতিথি বলেন, দেশে বিদ্যুতের কোন সঙ্কট নেই। বাংলাদেশের ঘরে ঘরে এখন বিদ্যুতের আলো পৌঁছাচ্ছে। যা দেশের আর্থসমাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
×