ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কিবরিয়া ছাপচিত্র মেলায় সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর অংশগ্রহণ

প্রকাশিত: ০০:৪৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

কিবরিয়া ছাপচিত্র মেলায় সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিওর অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার ॥ ‘সবার জন্য ছাপচিত্র’ সেøাগানে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘কিবরিয়া ছাপচিত্র মেলা ২০১৬’। কিবরিয়া ছাপচিত্র মেলা উদ্যাপন পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন হবে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বিকেল সাড়ে ৫টায়। গত দুই বছরের মতো এবারও সফিউদ্দীন বেঙ্গল প্রিন্টমেকিং স্টুডিও কিবরিয়া ছাপচিত্র মেলায় অংশগ্রহণ করছে। মেলায় বাংলাদেশ ও ভারতের ১৭ জন শিল্পী-সমরজিৎ রায় চৌধুরী, শাহাবুদ্দীন আহমেদ, রোকেয়া সুলতানা, ফরিদা জামান, মাহবুবুর রহমান, শায়ান চৌধুরী অর্ণব, মুনমুন নাহার, লিজা নাহার, সুবর্ণা মোরশেদা, রুজভেল্ট বেঞ্জামিন ডি’রোজারিও, সুনীল দাস, যোগেন চৌধুরী, গণেশ হালুই, শুভপ্রসন্ন, অর্পণ মুখার্জি -এর নির্বাচিত কিছু ছাপচিত্র প্রদর্শন করবে সফিউদ্দীন স্টুডিও। বিদেশী শিল্পী সোফি নেগ্রিন ও ক্যারেন কুঞ্চের কাজও থাকবে। মেলা চলবে ২১ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।
×