ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে বাংলাদেশ মিশনের দায়িত্বে তারিক আহসান

প্রকাশিত: ০১:২৭, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

পাকিস্তানে বাংলাদেশ মিশনের দায়িত্বে তারিক আহসান

স্টাফ রিপোর্টার ॥ শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসা তারিক আহসানকে এবার পাকিস্তান মিশনের দায়িত্ব দিয়ে ইসলামাবাদ পাঠাচ্ছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার এই নিয়োগের কথা জানানো হয়। পাকিস্তানে বাংলাদেশের হাই কমিশনার পদে তিনি সুহরাব হোসেইনের স্থলাভিষিক্ত হবেন। সুহরাবের দায়িত্বের মেয়াদ এপ্রিলেই শেষ হচ্ছে। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা তারেক আহসান এর আগে নিউ ইয়র্ক, রিয়াদ, জাকার্তা ও বার্লিনে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে কূটনৈতিক পেশায় আসা এই কর্মকর্তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা উইংয়ের মহা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তারেক আহসান হেগের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশাল স্টাডিজে আন্তর্জাতিক সম্পর্ক ও উন্নয়ন নিয়েও লেখাপড়া করেছেন।
×