ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র জমা ২ মার্চ পর্যন্ত

প্রকাশিত: ০১:৩৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৬

৬৮৪ ইউপিতে মনোনয়নপত্র জমা ২ মার্চ পর্যন্ত

স্টাফ রিপোর্টার ॥ দ্বিতীয় ধাপে ৬৮৪ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান, সাধারণ ও সংরক্ষিত সদস্য পদে ২ মার্চ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে। এসব ইউপিতে ভোট হবে ৩১ মার্চ। ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব রকিব উদ্দিন মণ্ডল জানান, দ্বিতীয় ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা বিজ্ঞপ্তি আকারে জারি করবে। ঘোষিত তফসিলে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ মার্চ, বাছাই ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ এবং ভোট ৩১ মার্চ। এর আগে ১১ ফেব্রুয়ারি ৭৫২ ইউপির তফসিল দেয় ইসি। ২২ মার্চ এসব ইউপিতে ভোট হবে। পরে সীমানা ও আইনি জটিলতায় ১৩ ইউপি তালিকা থেকে বাদ দেওয়া হয়। দ্বিতীয় ধাপে ৭১০ ইউপির প্রাথমিক তালিকা থাকলেও ৬৮৪ ইউপির তালিকা ইসি চূড়ান্ত করে বৃহস্পতিবার। এবার সারাদেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ছয়টি ভোটের দিনও জানিয়ে দিয়েছে ইসি। এর পরে যথাক্রমে চার ধাপে ২৩ এপ্রিল ৭১১টি, ৭ মে ৭২৮টি, ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।
×